দেহ আর আত্মা বা মন- এ দুইয়ের সংমিশ্রণেই মানুষ। মূর্ত দেহ নির্দিষ্ট স্থান কালে অবস্থান করলেও বিমূর্ত আত্মার বিস্তৃতি এমন সীমাবদ্ধ নয়। এজন্য প্রচলিত খাবার দাবার দেহের পুষ্টি সাধনের জন্য যথেষ্ট হলেও আত্মা এতে পরিতৃপ্ত হতে পারে না...