দেশজুড়ে

গাজীপুরে সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুরে সড়কে ঝরলো ৪ প্রাণ

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় ও মঙ্গলবার রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

ওসি জানান, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ- ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আলামিন নিহত হন। এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Advertisement

আব্দুর রহমান আরমান/এফএ/এএসএম