২০১৩ সালে টেস্ট এবং টি-টোয়েন্টি অভিষেক। ২০১৪ সালে ওয়ানডে অভিষেক। এরপর সময় খুব বেশি পার হয়নি। অথচ এরই মধ্যে বড় ধরনের উত্থান-পতন ঘটেছে আল-আমিনের ক্যারিয়ারে। একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন। যদিও চেন্নাইতে পরীক্ষা দিয়ে সেই অভিযোগ থেকে মুক্তি পান। এরপর গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের মাঝপথে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফেরত আসতে বাধ্য হয়েছিলেন।খুব কঠিন একটা সময় গিয়েছে। এই সময়টা কিভাবে পার করলেন, কিভাবে আবার নিজেকে ফিরে পেয়েছেন তিনি। কার উৎসাহ এবং অনুপ্রেরণা ছিল সবচেয়ে বেশি- এ বিষয়গুলো সবারই জানার আগ্রহ থাকে খুব বেশি। জাগোনিউজ২৪.কমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আল-আমিন জানিয়েছেন তার তখনকার কঠিন সময়গুলোর কথা। ওই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন জাতীয় দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি। তার উৎসাহ এবং অনুপ্রেরণাতে আবারও নিজেকে ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন আল-আমিন। মাশরাফির বক্তব্য ছিল, ‘তুই ভালো বোলার, অবশ্যই তুই ফিরে আসবি।’২০১৫ বিশ্বকাপের পর কঠিন সময়টাতে মাশরাফি আল-আমিনকে কেমন সহযোগিতা করতেন, কেমন মানসিক সমর্থণ দিতেন, সেটা জানিয়ে আল আমিন জাগো নিউজকে বলেন, ‘যখনই মাশরাফি ভাইর সাথে দেখা হতো, সবসময়ই তিনি বলতেন, এটা কোন ব্যাপার না। মানসিকভাবে অনেক সাপোর্ট দিতেন। বলতেন, যখন তখন তুই ফিরে আসতে পারবি। কারণ, তুই ভালো বোলার। ভালো করে অনুশীলন করে যা। ঘরোয়া যে লিগগুলো আছে সেখানে ভালো কর।’এরপর ‘এ’ দলে যখন সুযোগ পেলেন আল-আমিন, তখনও সমর্থণ জুড়িয়ে গেছেন মাশরাফি। আল-আমিন নিজেই বলেন, ‘এ দলে যখন সুযোগ পাই তখনও মাশরাফি ভাই বলেছেন, অনেকদিন মাঠে ছিলি না, এই জায়গাটা চেষ্টা কর, কিভাবে ধরে রাখা যায়। আসলে এসব কথা যখন একটা দলের অধিনায়ক বলেন তখন মনটা অনেক বড় হয়ে যায়। অনেক উৎসাহ ভর করে মনের ভেতর।’আইএইচএস/এবিএস
Advertisement