মাত্র ৩৬ রান দূরে ছিলেন। টস জিতে শ্রীলঙ্কা বোলিং নিলে আরো কাছে চলে এসেছিল রেকর্ডটি। হাতছানি দিচ্ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করার রেকর্ডের। কিন্তু একটি বলেই সব ওলট পালট করে দিল। শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১৬ রান করেই দাশুন শানাকার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে আউট হন অ্যালিস্টার কুক। আউট হলেও রেকর্ডের আরো খুব কাছে চলে এসেছেন তিনি। মাত্র ২০ রান দরকার ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার রেকর্ডটি ভেঙ্গে দিতে। শচীন রেকর্ডটি গড়েছিলেন ৩১ বছর ১০ মাস ২০ দিনে। তবে সুযোগ রয়েছে দ্বিতীয় ইনিংসে। আর ২০ রান করলেই ১২ তম ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কুক। তার আগে ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, সুনীল গাভাস্কার, জ্যাক ক্যালিস, অ্যালান বর্ডার, শিব নারায়ণ চন্দরপল এবং স্টিভ ওয়াহ এই মাইলফলক স্পর্শ করেন।আরআর/আরআইপি
Advertisement