রাজনীতি

নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে: সালাম

নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে: সালাম

নির্বাচনের জন্যই দেশে পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তার মতে, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারে সার্থকতা।

Advertisement

বলেন, আজ অনেক তালবাহানা চলছে। আজ অনেকে বলেন যে, নির্বাচনের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি? আজকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হ্যাঁ নির্বাচনের জন্যই পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা আন্দোলন করেছি, আমাদের অনেক সাথীকে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে কথা বলেন, আমরা গণতন্ত্রের জন্যই আন্দোলন করেছি। এই সরকার ব্যর্থ হোক, তা আমরা চাই না। একটি নির্বাচন করে যদি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তবে সেটাই হবে এই সরকারের সার্থকতা। যতটুকু সংস্কার দরকার ততটুকু করে তারা নির্বাচনের পথে হাঁটবে এটাই আমরা আশা করি।

Advertisement

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি সভাপতি আহাবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ প্রমুখ।

কেএইচ/এএমএ/জেআইএম