খেলাধুলা

শান্তকে নিয়ে এখনই হতাশ হতে চান না মিরাজ

আর মাত্র তিন সপ্তাহ পরই পাকিস্তান ও আরব আমিরাতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দলের ওই আসরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

Advertisement

কিন্তু আসর শুরুর আগে ভক্ত-সমর্থকরা সংশয়ে। টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। কারণ, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফর্ম খুব খারাপ। এবারের বিপিএলে খারাপ খেলতে খেলতে নিজ দল ফরচুন বরিশালের একাদশে জায়গাও হারিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া এ বাঁ-হাতি টপ অর্ডার।

হয়ত কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, চ্যাম্পিয়ন্স ট্রফি হলো ৫০ ওভারের টুর্নামেন্ট। সে আসরে শান্তর ব্যাটে রান নেই দেখে এত চিন্তিত হবার কি আছে?

আছে। কারণ, যে ফরম্যাটেই হোক না কেন এবারের বিপিএলে একদমই কথা বলেনি শান্তর ব্যাট। ৫ ম্যাচে অংশ নিয়ে ৪ নম্বর ম্যাচে ৪১ রান করা ছাড়া বাকি ৪ ইনিংসে শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র (০, ৯, ৪, ২ ) ১৫ রান।

Advertisement

অধিনায়ক শান্তর এই ফর্মহীনতা নিয়ে কথা বলেছেন সেই অনূর্ধ্ব-১৯ দল থেকে তার সহযোগী মেহেদি হাসান মিরাজ। শান্তর ব্যাটে রান নেই দেখে মোটেও হতাশ নন মিরাজ।

বুধবার শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনে এসে মিরাজ জানালেন, শান্তর সঙ্গে কথা হয়েছে তার এবং সে চেটষ্টাও করছে রানে ফেরার। মিরাজের আশা, শান্ত বিপিএলেই নিজেকে খুঁজে পাবেন এবং রানে ফিরবেন।

‘ওর (শান্তর) সঙ্গে কথা হয়েছে; কিন্তু ও যেটা চেষ্টা করছে- পারফর্ম করতে পারছে না। প্রথমদিকে সুযোগ পেয়েছিল; কিন্তু যে টাইপের প্লেয়ার সে অনুযায়ী পারফর্ম করতে পারেনি; কিন্তু আমি আশা করি যে অবশ্যই এখনও অনেক ম্যাচ আছে বিপিএলে। যখন খেলবে, পারফর্ম করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটু দুইটা রান করতে পারে, তাহলে ওরও কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে।’

প্রথম ৫ ম্যাচে খারাপ পারফরমেন্সের পর শান্ত আর একাদশে নেই। ১১ জনের বাইরে ছিটকে পড়াটা তার নিজের আস্থা ও আত্মবিশ্বাসের পথে কোন বাঁধা হবে কি? এমন প্রশ্নের জবাবে মিরাজ জানান, ‘দেখুন! আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ টিম কম্বিনেশন বা টিমের যারা আছে তারাই ভালো বলতে পারবে। দিনশেষে যেহেতু ও ম্যাচ খেলছে না, এটা অবশ্যই একটা কনফিডেন্সের ব্যাপার। মোরাল ডাউন হবে একটা খেলোয়াড়ের; কিন্তু ও এটা কিভাবে নিজেকে মেন্টালি সেট করছে। মেন্টালি কিভাবে গ্রো-আপ করতে হবে ও হয়তো ডিসিশন নেবে।’

Advertisement

এআরবি/আইএইচএস