জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, ‘পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তত একটা চাকরির ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা এমন হাজারও শিক্ষার্থী আছেন, যাদের বাবা কৃষক কিংবা শ্রমিক। তাদের সঙ্গে এটা বড় ধরনের বৈষম্য। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বৈষম্যমূলক পোষ্য কোটা বাতিল করতে হবে।’
আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর তুলেই একজন পোষ্য ভর্তির সুযোগ পাচ্ছেন। অথচ দেশের কৃষক-শ্রমিকদের সন্তানরা মেধার ভিত্তিতে ভর্তি হচ্ছেন। আমরা মনে করি, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য তৈরি করছে।’
Advertisement
কর্মসূচিতে সংহতি জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সদস্যসচিব ইকবাল হোসাইন, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের মুখপাত্র নাজিরুল ইসলাম প্রমুখ।
সৈকত ইসলাম/এসআর/জেআইএম