প্রবাস

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের পিঠা উৎসব

দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের পিঠা উৎসব

জামান রনি, দক্ষিণ কোরিয়া থেকে

Advertisement

দক্ষিণ কোরিয়ার ইনছনে অনুষ্ঠিত হয়ে গেলো বাঙালিদের পিঠা উৎসব। একই সঙ্গে ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) নবনির্বাচিত কমিটির শপথগ্রহণের আয়োজন করা হয়।

চন্দ্র নববর্ষ বা ছলনাল উপলক্ষে কোরিয়ায় চলছে দীর্ঘ ছয়দিনের ছুটি। অতিরিক্ত শীত এবং কাজের চাপ কম থাকায় কিছু কিছু কোম্পানিতে নয়দিনের ছুটিও চলছে। এই ছুটি যেন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দ্বিগুণ আনন্দ বয়ে আনে।

আরও পড়ুন

Advertisement

বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ায় চীনা নববর্ষ উদযাপন সহাবস্থানের শক্তি দিয়ে বিভাজন দূর করি

মেলায় বাংলাদেশের বিভিন্ন পিঠা-পুলির সঙ্গে মিষ্টান্ন, ফুচকা, চটপটি, সিঙ্গারা, সমুচা বিরিয়ানিসহ ছিল নানান ধরনের মুখরোচক খাবারের দোকান এবং প্রতিটি দোকানেই ছিল উপচেপড়া ভিড়। এদিনে ইনছন শহর বাঙালিদের পদচারণায় যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল।

বাঙালিদের সঙ্গে কোরিয়ানরাও এসেছিলেন এই উৎসব উপভোগ করতে। দুপুর ১টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইবিসিকের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম আল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন রাসেল সামিউর।

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় সমাপ্ত ঘোষণা করা হয় পিঠা উৎসব।

এমআরএম/এমএস

Advertisement