খেলাধুলা

ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আগের দুই ম্যাচে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকতে হলে আজ (মঙ্গলবার) রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে ইংলিশদের।

Advertisement

তবে বাঁচামরার এই ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সফরকারীদের। আবারও টস জিতেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ইংল্যান্ড আগে ব্যাট করবে।

ভারতীয় একাদশসঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী।

ইংল্যান্ড একাদশফিল সল্ট, বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্সে, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

Advertisement

এমএমআর/এমএস