তথ্যপ্রযুক্তি

আলোচনায় ডিপসিক অ্যাপ, আসলে এর কাজ কী?

আলোচনায় ডিপসিক অ্যাপ, আসলে এর কাজ কী?

প্রযুক্তি দুনিয়ায় একটি অ্যাপ নিয়ে হঠাৎ বেশ আলোচনা শুরু হয়েছে। যার নাম ডিপসিক। ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি, যা ওপেন সোর্স ভাষা মডেল তৈরি করে। হাংচৌ-এ অবস্থিত এই প্রতিষ্ঠানটি চীনা হেজ ফান্ড হাই-ফ্লায়ার দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং এর সহ-প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ২০২৩ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

Advertisement

তবে ২০২৫ সালের জানুয়ারিতে ডিপসিক তাদের চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচন করে। এরপর দ্রুতই এটি অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপে পরিণত হয়। ডিপসিকের এই সাফল্য বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারমূল্যে প্রভাব ফেলেছে। মূলত এরপরই এই অ্যাপ নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে।

ডিপসিক একটি জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করেছে, যা চ্যাটজিপিটির মতোই কাজ করে। তবে ডিপসিকের বিশেষত্ব হলো এটি ওপেন সোর্স অর্থাৎ এর কোড ব্যবহার, সংশোধন এবং দেখার জন্য সবার জন্য উন্মুক্ত। এটি নির্মাণের উদ্দেশ্যে সোর্স কোড এবং ডিজাইন ডকুমেন্টস অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি প্রদান করে।

কোম্পানিটি শীর্ষ চীনা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের নিয়োগ করেছে এবং কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের বাইরে থেকেও নিয়োগ করেছে, যাতে মডেলের জ্ঞান ও ক্ষমতা বৈচিত্র্যময় হয়।

Advertisement

ডিপসিকের ওপেন সোর্স এআই মডেল এআই গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে ছোট প্রতিষ্ঠান ও গবেষকরা সহজেই এআই প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন করতে পারবেন। তবে, এ ধরনের প্রযুক্তির অপব্যবহার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। সঠিক নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রয়োগের মাধ্যমে এআই-এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখবেন যেভাবে জুমের যে সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে

সূত্র: দ্য গার্ডিয়ান

কেএসকে/এমএস

Advertisement