জাতীয়

কমছে শীত, বাড়তে পারে তাপমাত্রা

কমছে শীত, বাড়তে পারে তাপমাত্রা

দেশের উত্তারঞ্চলে তিনদিনের মৃদু শৈত্যপ্রবাহ শেষে তাপমাত্রা বাড়তে শুরু করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এতে শীতের অনুভূতি আরও কমতে পারে।

Advertisement

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকায় ঘনকুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন

তাপমাত্রা বাড়লেও কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দিনাজপুর ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ ঢাকা আজও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট এবং কুমিল্লা অঞ্চলের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে যদি তাপমাত্রা কমে তাহলে শীত বাড়বে নতুবা তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরএএস/ইএ

Advertisement