সুবিধাবঞ্চিত তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম ও বগুড়ার সুবিধাবঞ্চিত ২০০ তরুণ উদ্যোক্তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
Advertisement
সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বেস্টসেলার ফাউন্ডেশনের অর্থায়নে এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক টেকসই উন্নয়নের উৎস নিশ্চিতের মাধ্যমে বগুড়া ও চট্টগ্রামের ২০০ তরুণ উদ্যোক্তাদের মৌলিক দক্ষতা প্রশিক্ষণ’ শীর্ষক এক অনুষ্ঠানে যুব উদ্যোক্তা এবং দক্ষতা প্রশিক্ষণ প্রকল্পের মূল ফলাফলও তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অতিরিক্ত সচিব আলিফ রুদাবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড: মো. এনামুল হক, অ্যাডভাইসরি কমিটির চেয়ারপারসন তাহেরা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ড. মো. আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যপরিধি নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. আশরাফ হোসেন। তার আলোচনায় প্রকল্পটির আওতায় উদ্যোক্তা বৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে ২০০ সুবিধাবঞ্চিত তরুণের জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন উঠে আসে। এমনকি তাদের পরিবারও এখন সচ্ছলভাবে জীবন-যাপন করার অভিজ্ঞতা শেয়ার করেন প্রোগ্রামে উপস্থিত উপস্থিত তরুণরা।
প্রকল্পটির মাধ্যমে কাস্টমাইজড প্রশিক্ষণ সেশন, ব্যবসাপ্রতিষ্ঠার জন্য লজিস্টিক সহায়তা এবং অংশগ্রহণকারীদের জন্য একটি স্থিতিশীল আয় নিশ্চিত করতে ক্রমাগত সহায়তা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে এই প্রকল্পের মাধ্যমে বগুড়া ও চট্টগ্রাম অঞ্চলের তরুণ ও তাদের পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনএসডিএ’র অতিরিক্ত সচিব আলিফ রুদাবা বলেন, এই উদ্যোগ তরুণ সমাজের জীবনের পরিবর্তনে দক্ষতার উন্নয়ন এবং উদ্যোক্তা হওয়ার শক্তির প্রমাণ। এই তরুণদের সাফল্যের গল্প সবার জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরিতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তরুণ প্রজন্মের জীবনে এই প্রকল্পের প্রভাব সত্যিই অসাধারণ। এটি উদ্যোক্তাদের প্রতিভা বিকাশের একটি সঠিক সহায়তা এবং রিসোর্স প্রদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও অগ্রসর করে তুলছে।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. মো. এনামুল হক বলেন, অংশগ্রহণকারীদের কৃতিত্বের জন্য আমরা গর্বিত। বেস্টসেলার ফাউন্ডেশনকে সহায়তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্প শুধু তরুণ প্রজন্মকে ক্ষমতায়নই করেনি বরং তাদের পরিবারেও ইতিবাচক পরিবর্তন এনেছে।
ইএ/এএসএম
Advertisement