আন্তর্জাতিক

মাহিন্দা রাজাপাকসের ছেলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

মাহিন্দা রাজাপাকসের ছেলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দার রাজাপাকসের ছেলে যোশিতা রাজাপাকসের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Advertisement

যোশিতা রাজাপাকসের বিরুদ্ধে কয়েক বছর আগে মামলা হলেও সম্প্রতি এতে নতুন করে গতি পেয়েছে। কারণ দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন অনুরূা কুমারা দিসানায়েকে। যিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

গত কয়েক বছর ধরে রাজাপাকসে পরিবারের বেশ কিছু প্রভাবশালী সসদ্যের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যাসহ নানা অভিযোগ করা হয়। সেসব মামলা আদালতে পেন্ডিংয়ে রয়েছে।

মাহিন্দা রাজাপাকসের ৩৬ বছর বয়সী ছেলে অনেক অর্থের উৎস সম্পর্কে সঠিক উত্তর দিতে পারেনি। এরপরই তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

Advertisement

সোমবার (২৭ জানুয়ারি) ১০ কোটি রুপির মুচলেকা দিয়ে মুক্তি পাওয়ার আগে তাকে দুইদিন আটক রাখা হয়েছিল।

এর আগে টেলিভিশন নেটওয়ার্ক কেনার ঘটনায় পৃথক এক অর্থপাচার মামলায় ২০১৬ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল।

তার ভাই নামালের বিরুদ্ধেও আলাদা অর্থপাচার মামলা রয়েছে। যার এখনো বিচার শুরু হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় এসে দিসানায়েকে ফৌজদারী মামলা নিষ্পতির জন্য গতি বাড়ানো ও পাচার হওয়ার অর্থ দেশে ফেরানোর অঙ্গীকার করেন।

Advertisement

২০১৯ সালের মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই গোতাবায়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন। তবে ২০২২ সালে জনগণের তীব্র আন্দোলনের মুখে ২০২২ সালে দেশ থেকে পালাতে বাধ্য হন তিনি। মূলত দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

সূত্র: এএফপি

এমএসএম