দেশে এলো চীনভিত্তিক নতুন স্মার্টফোন ইউমিডিজি। সবচেয়ে কম দামে গ্রাহকের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে নতুন চারটি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে ব্র্যান্ডটি।
Advertisement
গতকাল (২৬ জানুয়ারি) রোববার ঢাকার একটি হোটেলে ছিল ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন। একই সঙ্গে চারটি হ্যান্ডসেট ইউমিডিজি জি৯-ফাইভজি, ইউমিডিজি জি৯সি, ইউমিডিজি জি৯টি এবং ইউমিডিজি জি৯এ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অ্যান্ড্রয়েড১৪ অপারেটিং সিস্টেমের ৫জি সমর্থিত ইমিডিজি জি৯ ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭ দশমিক ৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি।
স্মার্টফোনটিতে আরও আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সল সেলফি ক্যামেরা। বাংলাদেশের জন্য ডিভাইসটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
ইমিডিজি জি৯সি ডিভাইসে রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭ দশমিক ৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ১৮ ওয়ার্ট ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটিতে আরও রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বাংলাদেশে এর দাম ১২ হাজার ৯৯০ টাকা।
Advertisement
এছাড়া ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সল সেলফি ক্যামেরার ইউমিডিজি জি৯টি ডিভাইসটির দাম ১০ হাজার ৯৯০ টাকা এবং ইউমিডিজি জি৯এ ডিভাইসটির দাম ৯ হাজার ৯৯০টাকা নির্ধারন করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আগে ইউমিডিজির আরও দুটি ফোন অবমুক্ত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মডেল দুটি হলো ইউমিডিজি ১০০ নোট এবং নোট এআই। শিগগিরই দেশজুড়ে ব্র্যান্ডটির ১২টি সার্ভিস সেন্টার এবং ১০টি কালেকশন পয়েন্ট চালু হবে।
ইউমিডিজি বাংলাদেশের কার্যক্রম ও নতুন ডিভাইসগুলো নিয়ে বক্তব্য দেন ইউমিডিজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ঝোউ, সেলস অ্যান্ড অপারেশনস হেড মাসুকুর রহমান, মার্কেটিং ম্যানেজের রফিকুল ইসলাম প্রমুখ।
আরএমডি/কেএসকে/এএসএম
Advertisement