রাজধানীর শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Advertisement
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগে মিছিল নিয়ে যায় ইনকিলাব মঞ্চ। এসময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বলেন, শিক্ষকদের যখন সামান্য ভাতা দেওয়ার কথা বলা হয় তখন রাজস্বে টাকা থাকে না। অথচ ফ্যাসিবাদের বয়ান পাঠ্যপুস্তকে ছাপাতে কোটি কোটি টাকা খরচ করার সময় অনুমতি তো নেয়নি।
আরও পড়ুন জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের নতুন কর্মসূচিএসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তিনি বলেন, শিক্ষকরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে দাঁড়ায়নি। তাহলে কীভাবে পুলিশের সাহস হলো, নিরস্ত্র শিক্ষকদের লাঠিপেটা করার। শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ইবতেদায়ি মাদরাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান তিনি।
Advertisement
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে। হাজার হাজার প্রাইমারি স্কুল সরকারি করা হলেও কোনো ইবতেদায়ি মাদরাসাকে সরকারি করা হয়নি। শিক্ষকদের মারধরের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে যথাযথ জবাব দিতে হবে। এসময় দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ থেকে সরে না দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এমএইচএ/এমএএএইচ/জিকেএস