বিনোদন

স্টার সিনেপ্লেক্সে আসছে দ্য অ্যাংরি বার্ডস

ভার্চুয়াল জগতের অন্যতম জনপ্রিয় একটি খেলার নাম অ্যাংরি বার্ডস। এ যাবৎ গেমটি ডাউনলোড করেছেন তিন বিলিয়নেরও বেশি মানুষ। ভার্চুয়াল জগতের পর অ্যাংরি বার্ডস এবার জয় করতে যাচ্ছে রুপালী পর্দা। ক্রুদ্ধ পাখির প্রতিশোধের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য অ্যাংরি বার্ডস’। গেমের মত করে চলচ্চিত্র দিয়েও বিশ্বজয়ের পরিকল্পনা নির্মাতাদের। সে লক্ষ্যে স্মার্টফোন গেমস নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টের সাথে জুটি বেঁধেছে বিশ্বখ্যাত সনি পিকচার্স। আগামী ২০ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে রাগী পাখিরা। মোট ৭৫টি দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।নতুন কোনো ছবি মুক্তির আগে সে ছবির গান, অভিনয়শিল্পী কিংবা ছবির কোনো বিশেষ বিষয় নিয়ে ট্রেলার প্রকাশিত হয়; এটা একটা স্বাভাবিক ঘটনা। তবে, ‘অ্যাংরি বার্ডস’ ছবির ট্রেলারের মজার বিষয় হচ্ছে এ ছবির ট্রেলারটি নির্মিত হয়েছে ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ বা রাগ নিয়ন্ত্রণ নিয়ে। এতে দেখানো হয়েছে কোন পরিস্থিতিতে ও কেন পাখিগুলো রেগে যায় এবং কীভাবেই বা তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে। ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিওর তৈরি শিশুদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া গেমস ‘অ্যাংরি বার্ডস’র নাম শুনলেই আমাদের মনে ফুটে ওঠে লাল-হলুদ রঙের কয়েকটি রাগী পাখির চেহারা। যে পাখিগুলো ডিম চুরির জন্য সবুজ রঙের ‘ব্যাড পিগিস’ বা শুকরছানাকে শায়েস্তা করতে ব্যস্ত। রাগী পাখিগুলোর এ অভিযানে তাদেরকে সাহায্য করতেই অংশ নেয় গেমাররা। অ্যাংরি বার্ডস গেমে যেসব পাখিকে দেখা গেছে, তাদেরই দেখা যাবে ছবিতে। এর মধ্যে রয়েছে রেড, চাক ও বম্বের মতো চরিত্ররা। হঠাৎ করেই এ দ্বীপে আগমন ঘটে রহস্যময় গ্রিন পিগিদের। এদের আসলে উদ্দেশ্য কী সেটাই রেড, চাক, বম্বসহ আরো অনেকে মিলে উদঘাটন করতে নামে। জ্যাসন সুডিকিস, জশ গ্যাড ও ড্যানি ম্যাকব্রাইড যথাক্রমে রেড, চাক ও বম্বের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। পিগ চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন বিল হার্ডার। ছবির কাহিনি আক্রমণ আর প্রতিশোধ নির্ভর হলেও, শেষ পর্যন্ত শান্তিকেই বড় করে দেখানো হয়েছে। গাওয়া হয়েছে বন্ধুত্বের জয়গান।এলএ/এমএস

Advertisement