সৌদিগামী যাত্রীদের উচ্চ চাহিদা মোকাবিলায় আগামী ২ ফেব্রুয়ারি থেকে প্রতি রোববার ঢাকা-মদিনা-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Advertisement
শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আরও পড়ুনআসন ফাঁকা রেখেই উড়ছে বিমান, মাসে লোকসান ২০ কোটি সারাবছরের লোকসান হজফ্লাইটেই পুষিয়ে নিতে চায় বিমান!তিনি বলেন, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (এটাবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা মদিনায় একটি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
সংগঠনটির সভাপতি আবদুস সালাম আরেফের নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের এক প্রতিনিধিদল এবং বিমানের মধ্যে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমএমএ/কেএসআর
Advertisement