কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভা ভবনে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দণ্ডাদেশ দেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
দণ্ডপ্রাপ্ত যুবক মো. স্বাধীন (২০) পৌর সদরের হাপানিয়া এলাকায় শহীদ মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ভবনের সামনে প্রকাশ্যে গাঁজা সেবন ও জনতার সঙ্গে বিরক্তিকর আচরণ করছিলেন স্বাধীন। এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার মো. মামুন সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে দুই মাসের কারাদণ্ড দেন।
Advertisement
মামুন সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩৬(৫) ধারায় স্বাধীনকে দুই মাসের জেল ও নগদ ১০০ টাকা জরিমানা করা হয়।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম