খেলাধুলা

মুলতান টেস্টে হচ্ছেটা কী! প্রথম দিনই অলআউট দুই দল

মুলতান টেস্টে হচ্ছেটা কী! প্রথম দিনই অলআউট দুই দল

এ কেমন ঘূর্ণি-ফাঁদ তৈরি করলো পাকিস্তান! যেখানে রীতিমত হাঁসফাঁস করছেন ব্যাটাররা। মুলতান টেস্টের প্রথম দিনই অলআউট হয়ে গেছে দুই দল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান। টেস্টের প্রথম দিন পড়েছে ২০ উইকেট, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৬টি!

Advertisement

ওয়েস্ট ইন্ডিজকে ১৬৩ রানে গুটিয়ে দিয়ে হাওয়ায় উড়ছিল পাকিস্তান। কিন্তু পুরো একটা দিন স্বস্তিতে কাটাতে পারলো না স্বাগতিকরা। জবাব দিতে নেমে যে ১৫৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংসও। প্রথম ইনিংসে ৯ রানের লিড নিয়েছে ক্যারিবীয়রা।

একদিনে ২০ উইকেট। এশিয়ার মাটিতে পুরুষদের টেস্টে প্রথম দিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড এটিই। এর আগের রেকর্ডটি ছিল ১৯৮৭ সালে দিল্লি টেস্টে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সে টেস্টে প্রথম দিনে পড়েছিল ১৮ উইকেট।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৭ উইকেট। এর মধ্যে ১২তম ওভারে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন নোমান আলি।

Advertisement

কঠিন সে বিপর্যয় থেকে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় চার নম্বরের কেভাম হজ আর নয়, দশ আর এগার নম্বর ব্যাটারদের কল্যাণে। হজ ২১, গুদাকেশ মোতি ৫৫, কেমার রোচ ২৫ আর এগার নম্বর ব্যাটার জোমেল ওয়ারিকেন করেন মূল্যবান ৩৬ রান।

স্পিনার নোমান আলি ৪১ রানে একাই শিকার করেন ৬টি উইকেট। আরেক স্পিনার সাজিদ খান নেন ২ উইকেট।

জবাবে দেখেশুনে শুরু করা পাকিস্তান একটা সময় ৪ উইকেটে ১১৯ রানে ছিল। সেখান থেকে আর ৩৫ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

মোহাম্মদ রিজওয়ান ৪৯, সৌদ শাকিল ৩২, কামরান গুলাম ও সাদিদ খান ১৬ আর অধিনায়ক শান মাসুদ করেন ১৫ রান।

Advertisement

ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকেন ৪৩ রানে নেন ৪ উইকেট। আরেক স্পিনার গুদাকেশ মোতি ৩টি ও কেমার রোচের শিকার ২ উইকেট।

এমএমআর/জেআইএম