নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি টিউশন করতেন।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, সকাল ৭টার দিকে তিনি স্থানীয় মাদরাসার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ শেষে বাদুয়ারচর এলাকায় টিউশন করাতে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে গেটবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement
পরে স্থানীয়রা নরসিংদী রেলওয়ে পুলিশকে জানালে মরদেহ ফাঁড়িতে নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই লাশ চাইছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সঞ্জিত সাহা/এএইচ/জিকেএস
Advertisement