ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশ সাদামাটা দল নিয়ে কলাবাগান ক্রীড়া চক্রকে টেনে নেয়ার চেষ্টা করছেন মাশরাফি বিন মর্তুজা। বড় তারকা বলতে দলে একমাত্র তিনিই। আবদুর রাজ্জাক থাকলেও তেমন একটা জ্বলে উঠতে পারছেন না তিনি। এছাড়া রয়েছেন জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। দল যেমনই করুক, জিম্বাবুয়ের এই ক্রিকেটারের চোখে একটা আদর্শ মাশরাফি। বাংলাদেশ দলের রঙিন জার্সির অধিনায়ককেই দলের অনুপ্রেরণা বলে মানছেন তিনি।বুধবার বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের মোকাবেলা করবে কলাবাগান। এর আগে অনুশীলনে মঙ্গলবার বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে অনুশীলন করতে আসে তারা। এ সময় দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে মাসাকাদজা বলেন, ‘দলের সিনিয়ররা খুব ভালো ছন্দে আছে, দলের জন্য এটা খুব ভালো। তাদের জ্ঞান অনেক কাজে আসবে। বিশেষ করে মাশরাফি দলের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।’এবারের লিগে শুরুটা খুব বাজে হয়েছে কলাবাগানের। প্রথম তিনটি ম্যাচেই হেরে যায় তারা। দুটি ম্যাচে শেষ দিকে গিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়। চতুর্থ ম্যাচে সিসিএসের বিপক্ষে জয় তুলে ঘুরে দাঁড়ায় তারা। পরের ম্যাচে আবার হারলেও শেষ ম্যাচে মাশরাফির ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালকে হারিয়ে ছন্দ ফিরে পায় দলটি।‘আমার মনে হয়, আরও কিছু ম্যাচ আমাদের জয় পাওয়া উচিত ছিল; কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আমরা আরও দুইটি ম্যাচ জিততে পারতাম। তবে এর মধ্যে আমরা কিছু শিক্ষা পেয়েছি, তা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাব।’ছয় ম্যাচে দুই জয় পেলেও এখনও সুপার সিক্সের সম্ভবনা দেখছেন মাসাকাদজা। কারণ প্লেয়ার্স ড্রাফট সিস্টেমের জন্য এবার প্রায় সব দলই সম মানের দল গড়েছে। আর লিগে এবার প্রতিদ্বন্দ্বিতাও হচ্ছে অনেক বেশি। বেশ কিছু দল এখনও খুব বেশি জয় না পাওয়ায় সুপার সিক্সের দ্বার এখনও উম্মক্ত তাদের।‘আমাদের এখনও সুপার সিক্সে ওঠার ভালো সুযোগ আছে। কারণ কোন দলই ওইভাবে আধিপত্য নিয়ে খেলছে না, প্রায় সব দলই সমান। সব দলই হার-জিতের মধ্যে আছে। তাই পরের ম্যাচগুলো ভালো খেললে আমাদেরও সুযোগ রয়েছে’আরটি/আইএইচএস/এবিএস
Advertisement