খেলাধুলা

গোলবন্যায় হফেনহেইনকে ভাসাল বায়ার্ন মিউনিখ

গোলবন্যায় হফেনহেইনকে ভাসাল বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে লড়াইটা বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুসেনের মধ্যে বেশ ভালোই জমে উঠেছে। যদিও দুই দলের মধ্যে এখন পয়েন্টের ব্যবধান চার। বুধবার রাতে ঘরের মাঠে হফেনহেইমকে পেয়ে ব্যবধানটা বাড়িয়ে নিতে পেরেছে বায়ার্নের ফুটবলাররা। হফেনহেইমের জালে রীতিমত গোল উৎসব করে ৫-০ গোলে জয়লাভ করেছে বায়ার্ন।

Advertisement

১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে এখন বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুসেন। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ফ্রাঙ্কফুর্ট রয়েছে তৃতীয় স্থানে।

ম্যাচের শুরুতে ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল করে বায়ার্ন। ম্যাচের বয়স যখন ৬ মিনিট, তখন গোল করেন লেরয় সান। থমাস মুলারের অ্যাসিস্ট থেকে বল পেয়ে হফেনহেইমের জালে বল জড়ান সান। ম্যাচের ১২তম মিনিটে হ্যারি কেইনের সঙ্গে ওয়ান-টু পাস করে করে নিয়ে গিয়ে দ্বিতীয় গোল করেন রাফায়েল গুয়েরেইরো।

৫ মিনিট পর আবারও গোল। এবারের গোলদাতা হ্যারি কেইন নিজে। কেইন পেনাল্টি থেকে গোলটি করেন। এ নিয়ে হ্যারি কেইন জার্মান বুন্দেসলিগায় ১৬তম গোল করলেন। এখনও পর্যন্ত যা এবারের মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ। আরও একটি রেকর্ড গড়লেন। বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ১২টি পেনাল্টি শ্যুট নিয়ে কোনোটি মিস করেননি কেইন।

Advertisement

দ্বিতীয়ার্ধে গিয়ে আরও দুটি গোল করে বায়ার্ন মিউনিখ। ৪৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেরয় সান। ৬৬ মিনিটে শেষে গোলটি করেন সার্জ জিনাব্রি।

আইএইচএস/