খেলাধুলা

পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা

পাকিস্তান সফরে যাচ্ছেন রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত। যে কারণে গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। হাইব্রিড মডেলের বিধিতে বলা হয়েছে, প্রথম সেমিফাইনাল ম্যাচও হবে আরব আমিরাতে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণীও ম্যাচ হবে সেখানে। কিন্তু ভারতীয়রা আগেভাগে বাদ পড়লে ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই।

Advertisement

এদিকে খবর প্রকাশিত হয়েছে, ভারতীয় দল না গেলেও পাকিস্তান সফরে যাবেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটভক্তদের মাঝে আলোচনার খোরাক তৈরি করেছে এ সংবাদ। কেন পাকিস্তান যাবেন রোহিত, এমন কৌতুহলী প্রশ্ন এখন ভক্তদের মনে মনে।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান যাবেন রোহিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত জাঁকজমক এ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে থাকবেন রোহিত।

রোহিতের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বেসরকারি নিউজ এজেন্সি ‘আইএএনএস’।

Advertisement

নিজস্ব সূত্রের বরাতে সংস্থাটি প্রতিবেদনে লিখেছে, ‘ভারতীয় দলের অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন। কারণ, পিসিবি ২৯ বছর পর পাকিস্তানে একটি মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের আয়োজনকে স্মরণী করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষণ এখনো চূড়ান্ত করেনি পিসিবি। ধারণা করা হচ্ছে, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান মঞ্চস্থ হতে পারে।

২৯ বছর পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল পিসিবি।

এমএইচ/জেআইএম

Advertisement