খেলাধুলা

বোলিংয়ে বৈচিত্র্য আনতে মুস্তাফিজকে দুর্জয়ের পরামর্শ

বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম মুস্তাফিজুর রহমান। প্রথম বারের মত আইপিএলে খেলতে গিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন। প্রায় প্রতি ম্যাচে উইকেটের সাথে রানের চাকা অচল করে দিতেও বেশ পটু। কিন্তু হঠাত করেই যেন ছন্দের পতন হয়েছে মুস্তাফিজের। নিজের শেষ তিন ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি আর সেই সাথে রান দিয়েছেন যথাক্রমে ৩৯ ও ৩২। এদিকে আইপিএলের দুই দল রাইসিং পুনে সুপারজায়ান্টস এবং দিল্লি ডেয়ারডেভিলস দাবি করেছে তারা মুস্তাফিজের বোলিংয়ের মন্ত্র ধরে ফেলেছেন। এখন প্রশ্ন হল আসলেই কি ফাঁশ হয়ে গেছে মুস্তাফিজের বোলিং রহস্য? এবার এ নিয়ে কথা বললেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তিনি মনে করেন হয়ত বা মুস্তাফিজের বোলিং অ্যাকশান নিয়ে বেশ ভালোই ‘হোমওয়ার্ক’ করেছে আইপিএলের এই দুই দল। কিন্তু এই নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। মুস্তফিজ তার বোলিংয়ে ঠিকই নতুন বৈচিত্র্য যোগ করে ফেলবে।তিনি বলেন, মুস্তাফিজের বোলিং নিয়ে অনেক আগে থেকেই গবেষণা হচ্ছে, তার বোলিংয়ের ভিডিও অ্যানালাইজিংও হয়েছে। এটি খুব স্বাভাবিক একটি ব্যপার। সব বোলারের ক্ষেত্রেই এমন হয়, হয়তো বা তার ক্ষেত্রে একটু বেশিই হয়েছিল কেননা সে কিছু ন্যাচারাল ডেলিভারি নিয়ে এসেছিল যেগুলোর রহস্য এখন প্রায় সবাই জেনে গেছে। তাই তাকে বোলিংয়ে নতুন বৈচিত্র্য আনতে হবে। নতুন ও পুরাতনের সংমিশ্রণ ঘটাতে পারলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।এমআর/পিআর

Advertisement