দশ বছর আগে বিয়ে করেছিলেন। বেশ সুখেই বাস করছিলেন তারা। তবে সেই সুখের ঘরে দুঃখের আগুন জ্বলে উঠেছে। আলাদা থাকতে শুরু করেছেন গানের ভুবনের জনপ্রিয় দম্পতি জেসিকা সিম্পসন ও এরিক জনসন। হলিউডের এই দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
Advertisement
সম্প্রতি এক প্রেস বিবৃতিতে সিম্পসন এইসব তথ্য জানান। সিম্পসন বলেন, ‘এই বিচ্ছেদ একটি ‘বেদনাদায়ক পরিস্থিতি। তাদের পরিবারকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তাদের বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও তারা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান গায়িকা।
তিনি সেখানে নিশ্চিত করেন, তারা বর্তমানে আলাদা বসবাস করছেন। তবে তাদের তিন সন্তান- ম্যাক্সওয়েল (১২), এস (১১) এবং বার্ডি (৫) তাদের দুজনের কাছেই থাকবে। সন্তানদের জন্য আদর্শ মা-বাবার আশ্রয় থেকে বিচ্যুত হবেন না তারা।
Advertisement
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সন্তানদের জন্য যা সেরা তা করতে চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমাদের জন্য ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবারের এই পরিস্থিতি সামাল দিতে গোপনীয়তা প্রয়োজন। তাই কোনো গুজব বা মুখরোচক আলোচনা চাই না।’
গেল বছরের নভেম্বরে সিম্পসন তার নতুন মিউজিক নিয়ে ইঙ্গিত দেন। সেই ইঙ্গিতই বিচ্ছেদের গুঞ্জন উস্কে দেয়। ইনস্টাগ্রামে তিনি বলেছিলেন, ‘এই কমব্যাকটি ব্যক্তিগত। এটা নিজের প্রতি একটি দুঃখপ্রকাশ যেখানে বলতে চেয়েছি যে, অনেক ভুল সহ্য করেছি আমি।’
যদিও তিনি তখন সম্পর্কের সমস্যাগুলো উল্লেখ করেননি। ভক্তরা ধারণা করেছিলেন এগুলো তার স্বামীর সঙ্গে সম্পর্কিত। সিম্পসনের বোন অ্যাশলি সিম্পসন সেই সময় এই গুঞ্জন নিয়ে কথা বলেন। তিনি বলেছিলেন তাদের সম্পর্ক ভাঙছে না।
তবে এরিক জনসন তার বিয়ের আংটি না পরে প্রকাশ্যে এলে ভাঙনের গুঞ্জন আরও বাড়ে।
Advertisement
এর আগে, ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত নিক ল্যাচের সাথে সিম্পসনের সংসার ছিল। ২০১০ সালে জনসনের সাথে তার সম্পর্ক শুরু হয়। জনসন তার প্রাক্তন স্ত্রী কেরি ড্যাঞ্জেলো থেকে আলাদা হলে ২০১৪ সালে তিনি সিম্পসনকে বিয়ে করেন।
এলআইএ/জেআইএম