দেশের বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকটনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দেওয়া হচ্ছে। হয়রানিমুক্ত হওয়ায় এতে খুশি শিক্ষকরা। সরকার এখনো মাদরাসা শিক্ষকদের ইএফটি পদ্ধতিতে বেতন দিতে পারছে না। এ নিয়ে মাদরাসা শিক্ষকরা ক্ষুব্ধ।
Advertisement
এবার মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী এপ্রিলের মধ্যে মাদরাসা শিক্ষকদের জন্যও ইএফটি চালু করতে কাজ চলছে। দ্রুত এ কাজ শেষ হবে।’
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
খ ম কবিরুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষকদের ইএফটি চালু করা হয়েছে। সেসময় প্রায় ১০ হাজার জাল শিক্ষক ধরা পড়েছে। এতে ৫০০ কোটি টাকার বেশি গচ্চার হাত থেকে রেহাই মিলেছে। মারদাসায়ও ইএফটি চালু করলে এমন অসাধু শিক্ষকদের চিহ্নিত করা সম্ভব হবে।’
Advertisement
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (মাদরাসা অনুবিভাগ) মো. নজরুল ইসলাম, ড. মো. আয়াতুল ইসলাম (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (প্রশাসন ও অর্থ), ড. মো. সিরাজুল ইসলাম (উন্নয়ন অনুবিভাগ), মো. আজিজ তাহের খান (অডিট ও আইন), ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন ও মীর মোহাম্মদ জসিমসহ সংগঠনটির সদস্যরা।
এএএইচ/এমকেআর