দেশজুড়ে

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে দুজন নিহত

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে দুজন নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বয়লার বিস্ফোরণে দুজন মিস্ত্রি নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টারপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন হোসেন (২২) ও একই গ্রামের বদ্যি নাথের ছেলে রাম মিস্ত্রি (৫৫)।

আহত আলমগীর হোসেন মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রতিদিনের মতো শহরের মিজানুর রহমানের কাঠের নকশা ঘরে কাজ করছিলেন মিস্ত্রিরা। মাগরিবের নামাজের সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তিন মিস্ত্রি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফসান রহমান জানান, হাসপাতালে আনার আগেই হতাহতদের দুজন মারা গেছেন। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের কারণ জানতে চেষ্টা চলছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

Advertisement