ভারতের নয়াদিল্লিতে মঙ্গলবার শুরু হয়েছে প্রথম খো খো বিশ্বকাপ। অভিষেক আসরে বাংলাদেশ অংশ নিচ্ছে ছেলে ও মেয়ে দুই বিভাগেই। বাংলাদেশের ছেলের খেলছে ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও পোল্যান্ডের সাথে।
Advertisement
মেয়েরা খেলছে ‘সি’ গ্রুপে জার্মানি, নেপাল, শ্রীলংকা ও ভুটানের সাথে। উদ্বোধনী দিনে বাংলাদেশের ছেলে ও মেয়েদের খেলা ছিল শ্রীলংকার বিপক্ষে। দুই গ্রুপেই জিতেছে বাংলাদেশ।
ছেলেদের খেলায় বাংলাদেশ ৫৭-২৪ পয়েন্টে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচসেরা হয়েছেন ইদিল প্রামানিক, চার মিনিট ডিফেন্স করে সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতেছেন রবিউল ইসলাম। বিকেলে ছেলেরা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
মেয়েদের বিভাগে বাংলাদেশ ৭৯-১৪ পয়েন্টে জিতেছে শ্রীলংকার বিপক্ষে। ম্যাচসেরা হয়েছেন রিতু রানী সাহা। ২৪ পয়েন্ট অর্জন করে সেরা অ্যাটাকার হয়েছেন সুরভী খাতুন। বুধবার বাংলাদেশের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে।
Advertisement
খো খো'র প্রথম বিশ্বকাপে ছেলেদের ২০ ও মেয়েদের ১৯ টি দল অংশ নিচ্ছে।
আরআই/আইএইচএস/