ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে ফুলব্রাইট বিশেষজ্ঞ আলবার্ট জেমসের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ফুলব্রাইট বিশেষজ্ঞ আলবার্ট জেমসের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

Advertisement

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপাচার্য কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:বিশ্বসেরা ৬ স্কলারশিপের আবেদনের নিয়মতুরস্কে মেরিটদের জন্য ডাবল স্কলারশিপ ঘোষণা

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘ম্যক্সিমাইজিং এক্রিডিটেশন স্কোপ অ্যান্ড র্যাংকিং পটেনশিয়াল’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ এই প্রকল্পের অধীনে আন্তর্জাতিক র্যাঙ্কিং, আত্ম-মূল্যায়ন ও গবেষণা ডকুমেন্টেশনসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদের নির্দেশনা দেন।

Advertisement

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

এমএইচএ/এমআরএম/জেআইএম