খেলাধুলা

প্রথমবার বাবা হলেন শামীম

প্রথমবার বাবা হলেন শামীম

প্রথমবারের মতো বাবা হয়েছেন শামীম হোসেন পাটওয়ারী। শামীম-ইয়োসরা নূর দম্পতির ঘর আলোকিত করে এসেছে এক পুত্র সন্তান। আজ মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে সুসংবাদটি জানিয়েছেন শামীম।

Advertisement

পোস্টে শামীম লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের একটি মূল্যবান পুত্র সন্তান হয়েছে। আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করুন, রক্ষা করুন এবং তাকে সৎকর্মশীল হিসেবে তৈরি করুন। দয়া করে তার জন্য দোয়া করবেন যেহেতু সে জীবনের এই যাত্রা শুরু করছে।’

উল্লেখ্য, ২০২২ সালের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামীম ও ইয়োসরা।

বিপিএলের চলতি আসরে চিটাগং কিংসের হয়ে খেলছেন শামীম। এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্যাটিং করে ৩৭ গড়ে ১১১ রান করেছেন বাঁহাতি মারকুটে এই ব্যাটার। দলের অবস্থাও সন্তোষজনক।

Advertisement

৪ ম্যাচে ৩ জয়ে টেবিলের দুইয়ে আছে চিটাগং। ৭ ম্যাচের ৭টিতে জিতে টেবিলের নেতৃত্ব দিচ্ছে রংপুর রাইডার্স।

এমএইচ/জেআইএম