শেষ দুই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। তবে এর আগে মরার উপর খাড়ার ঘা হয়ে আসতে পারে কোহলির দল আরসিবির জন্য। সামনের দুই ম্যাচে নাও খেলতে পারেন দলের অধিনায়ক। সোমবার কলকাতার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ঝাঁপিয়ে বল ঠেকাতে গিয়ে ডানহাতের বুড়ো আঙুলের কাছে বলের সেলাই লেগে চিরে গেছে। হাতে সাত-আটটা সেলাইও পড়তে পারে। আর সেলাই পড়লে হয়তো পরের দুই ম্যাচে নাও দেখা যেতে পারে কোহলিকে। কোহলি নিজেই প্রেজেন্টেশনে এসে বলে গেলেন, হাতে সাত-আটটা সেলাই পড়তে পারে। তা জেনেও কোনও দুশ্চিন্তার কালো মেঘ নেই। বরং ফাটা হাত নিয়ে ৫১ বলে ৭৫ করে দলকে জেতাতে পেরেই খুশি। তিনি আরও বলেন, যতগুলো সেলাই দিতে হোক, এখন দিতে রাজি। কিন্তু টিমকে ফেলে ওই সময় চলে যেতে চাইনি।এর আগে কলকাতার বিপক্ষে ফিল্ডিং করার সময় ঝাঁপিয়ে বল ঠেকাতে গিয়ে ডানহাতের বুড়ো আঙুলের কাছে বলের সেলাই লেগে চিরে গিয়েছে। তখনই মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল কোহলিকে। তবে সবাইকে অবাক করে দিয়ে খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরে আসেন। আসলে তখন কেউ বুঝতেই পারেনি যে, চোট মারাত্মকই। বুড়ো আঙুলের কাছটা ফালা হয়ে গিয়েছে। প্রায় হাঁ হয়ে যাওয়া অবস্থায় ড্রেসিংরুমে ফিরে তিনি ফিজিওকে বলেন, প্লাস্টার করে এখনই মাঠে নামার ব্যবস্থা করো। কেউ ভাবতেই পারেনি ওই অবস্থা নিয়ে কোহলি শুধু মাঠে নেমে যাবেন না, ওপেন করতেও আসবেন ফাটা হাত নিয়ে।এমআর/পিআর
Advertisement