জাতীয়

বিদ্যুৎ-পানির সংযোগ বন্ধ করতে যাওয়ায় সড়ক বন্ধ করলো উত্তেজিত জনতা

বিদ্যুৎ-পানির সংযোগ বন্ধ করতে যাওয়ায় সড়ক বন্ধ করলো উত্তেজিত জনতা

রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় যানচলাচল বন্ধ করে দিয়েছে সেখানকার উত্তেজিত জনতা। এতে ভোগান্তিতে পড়েন মিরপুর-১২ নম্বরে চলাচলরত যাত্রীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে।

Advertisement

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জাগো নিউজকে বলেন, উত্তেজিত জনতা রাস্তা বন্ধ করে দিয়েছি। তবে এখন স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ ও ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ মিরপুর ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় সেখানকার উত্তেজিত জনতা মিরপুর-১২ নম্বরে যানচলাচল বন্ধ করে দেয়।

যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসির নির্দেশে টিম ট্রাফিক মিরপুর বিভাগ কাজ করে।

Advertisement

টিটি/এমআইএইচএস/জিকেএস