আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ক্ষমতায় দ্বিতীয়বারের মতো মমতা!

টানা দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস দল। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ১৯৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়। তৃণমূল কংগ্রেসই আবারো বিপুল ব্যবধানে জয়ী হতে পারেন বলে  বুথ ফেরত জরিপের ফলাফলে তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়া বুথ ফেরত জরিপের বরাত দিয়ে বলছে, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ১৬৭ টি আসনে বিজয়ী হতে যাচ্ছে। এছাড়া সিপিএম নেতৃত্বাধীন বাম-কংগ্রেস জোট ১২০ আসন পেতে পারে। নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট গড়ার ইঙ্গিত দিলেও বুথ ফেরত জরিপ বলছে খুব বেশি আসনে সিপিএমের জয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর আগে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ১৮৪ আসনে জয়ী হয়। যেখানে সিপিএম ৬০ ও কংগ্রেস ৪০ আসনে জয় পায়। ভোটের আগে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতা ব্যানার্জি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ২৯৪ আসনের সবগুলোতে প্রার্থী তিনি নিজেই। এসআইএস/পিআর

Advertisement