রাজনীতি

বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পরিবর্তন করাতে চাই। পাশাপাশি আলোচনার মাধ্যমে গণমাধ্যম ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তারা কোনো চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবে না এ জন্য সব পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।তিনি বলেন, সরকারের ষড়যন্ত্র আমাদের কাছে ধরা পড়ে গেছে। তারা এক দলীয় শাসন কায়েম করতে চায়। অনৈতিক সরকার চলে বলে কৌশলে টিকে থাকতে চায়। যারা গণতন্ত্রের জন্য একসময়ে লড়াই করেছিল তারাই এখন ক্ষমতায় থাকতে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায়।বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে টিকিয়ে রাখলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই সংবিধান সংশোধন করছে। যে ব্যবস্থা সবাই মেনে নিয়েছিল তা বাতিল করে দলীয় ব্যবস্থা গ্রহণ করতে চায়।বর্তমানে বিভিন্ন মামলায় বিএনপির ৫ লাখ ৭০ হাজার নেতাকর্মী আসামি, ৫শ খুন ও সাড়ে তিনশ নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি।ফখরুল বলেন, এভাবে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিশ্বে যারাই চেয়েছে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে জালেম সরকারকে প্রতিহত করতে হবে। বাধ্য করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।এমএম/একে/এবিএস

Advertisement