দেশজুড়ে

চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ৭১ থেকে ২৪ যারাই ক্ষমতায় ছিলেন কেউ বৈষম্য দূর করতে পারেননি। ৫ আগস্ট আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়ালাম। কিন্তু এখনো চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, গুম, খুন, মিথ্যা মামলা সেই আগের মতোই আছে। চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি-ডাকাতি আরও বেড়েছে। এজন্য জীবন দেয়নি মানুষ। প্রয়োজনে আরও একটি আন্দোলন করতে হবে। ন্যায়-আদর্শবান ব্যক্তিকে ক্ষমতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আদর্শবান, নীতিবান, চরিত্রবান ব্যক্তি ক্ষমতায় না যাবে, ততদিন পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

তিনি বলেন, সরকার পতনের পরে আমরা হিন্দুদের বাড়িঘর, মন্দির পাহারা দিয়েছি। ইসলাম শান্তির কথা বলে। কোনো মুসল্লি­ চাঁদাবাজি করে না, মদের ব্যবসা করে না, অবৈধ কাজ করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের সব বৈষম্য দূর হয়ে যাবে।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দিন, নরসিংদী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিম প্রমুখ।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম