জাতীয়

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে ভারতীয় জেলেদের নির্যাতন করা হয়েছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে কথিত নির্যাতনের মনগড়া অভিযোগে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এ ধরনের অভিযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা এবং সম্মানের মনোভাব ক্ষুণ্ন করে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, কোনো অবস্থাতেই আটক জেলেদের শারীরিক নির্যাতন করা হয়নি। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হয়েছে এবং এমন কোনো নির্যাতন বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, আটক ৯৫ জন ভারতীয় জেলে/কর্মচারীকে বাংলাদেশে অবস্থানের সময় যথাযথ দেখাশোনা করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের আটক জেলেদের সঙ্গে দেখা করার জন্য কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে।

আরও পড়ুনভারত সীমান্তে উদ্ধার বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফএখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে: ফয়জুল করিম

‘ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা জেলেদের মুক্তি এবং ৪ জানুয়ারি মোংলা থেকে তাদের দেশে ফেরার সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট হাসপাতাল ভারতীয় সব জেলের স্বাস্থ্য পরীক্ষা করেছে এবং তারা সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। সমুদ্রসীমার দিকে যাত্রাপথে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব সহায়তা করেছে।’

Advertisement

জেলেদের প্রতিদানপ্রাপ্তি প্রক্রিয়াটি মানবিক ইস্যু। এটি বন্ধুত্বপূর্ণভাবে এবং যৌথভাবে সমাধানের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করে বলেও উল্লেখ করেছে প্রেস উইং।

এতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের মনোভাব ক্ষতিগ্রস্ত করে এমন ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

গত ৫ জানুয়ারি ৯০ জন ভারতীয় জেলে/কর্মচারী এবং ৯৫ জন বাংলাদেশি জেলে/কর্মচারীকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড ৯০ জন বাংলাদেশি জেলে/কর্মচারীকে গ্রহণ করে। একই সঙ্গে ৯৫ জন ভারতীয় জেলে/কর্মচারীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া আটক জাহাজগুলোর বিনিময়ও সম্পন্ন হয়েছে।

এমইউ/কেএসআর/জেআইএম

Advertisement