গ্রেড-১ কর্মকর্তা জনেন্দ্র নাথ সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Advertisement
জনেন্দ্র নাথ সরকার বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, জনেন্দ্র নাথ সরকারের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে।
তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতা বলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Advertisement
আরএমএম/ইএ