দেশজুড়ে

মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) রুম আটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার রুমের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, মানিকগঞ্জ জেলা শহরের পাশে দাশরা এলাকার খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদ মোল্লার অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে জেলা প্রশাসনের রুম আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন দুই শতাধিক শিক্ষার্থী।

ছাত্রছাত্রীদের দাবি, প্রধান শিক্ষক মো. মজিদ মোল্লা শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাৎ করেন। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের টাকা তিনি আত্মসাৎ করেন।

Advertisement

এ বিষয়ে খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিদ মোল্লার মোবাইলে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সরকারি নম্বরে ফোন করে ও হোয়াটসঅ্যাপে লিখিত বক্তব্য চাইলেও তিনি কোনো মন্তব্য করেন নাই।

মো. সজল আলী/জেডএইচ/জিকেএস

Advertisement