২৪-এর গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ অটোরিকশাচালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবে।
নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেন আশরাফুল ইসলাম।
Advertisement
আরও পড়ুন: আন্দোলনে তিন ছাত্রকে গাড়িচাপায় হত্যা: গাড়িচালক হারুন কারাগারে
৫ আগস্ট যোগ দেন ছাত্র-জনতার আন্দোলনে। বিক্ষোভ চলাকালে সকাল দশটার দিকে গুলি লাগে তার মাথায়।
রক্তাক্ত অবস্থায় কয়েকজন তাকে নিয়ে আসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। ভর্তি হন ডা. মোয়াজ্জেম হোসেন তালুকদারের অধীনে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় দীর্ঘ দুই মাস।
ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, সুস্থ হয়ে ওঠেননি আশরাফুল। জ্ঞান ফেরেনি পুরোপুরি। মাঝে মাঝে চোখ মেলে তাকায় সে। গত ২৪ ডিসেম্বর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দুটো ফুসফুসই আক্রান্ত হয়।
Advertisement
সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আশরাফুলকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মাত্র তিন দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করে আজ এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হচ্ছে আশরাফুল ইসলামকে।
এএএম/এমএইচআর