দেশজুড়ে

থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাজিরা থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ভালোভাবেই দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা তার শয়নকক্ষের জানালার সঙ্গে মরদেহটি ঝুলতে দেখেন।

Advertisement

পরে জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপারসহ পুলিশ লাইন্সের চিকিৎসক। পরে খবর দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক টিম গিয়ে মরদেহের সুরতহালের কার্যক্রম শুরু করে।

তবে তার মৃত্যুর বিষয়ে এখনো নির্দিষ্টভাবে কিছু জানায়নি পুলিশ ও পরিবারের সদস্যরা। এছাড়া জাজিরা থানার প্রধান ফটক আটকে রেখেছে পুলিশ। স্থানীয় লোকজন জড়ো হয়ে মৃত্যুর কারণ জানতে থানার সামনে ভিড় জমিয়েছেন।

শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন।

Advertisement

বিধান মজুমদার অনি/জেডএইচ/জিকেএস