রাজনীতি

বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড

আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান কারণে রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বেড়েছে। এবার বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছেন দলটির নেতাকর্মীরা।

Advertisement

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‌‌‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এসময় আগত নেতাকর্মীদেরও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা।’

এসময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।আরও পড়ুন

Advertisement

একাত্তরে জামায়াতের ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল: রিজভী

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এএএম/এমএএইচ/