খেলাধুলা

বিশ্বের দুই নম্বর বোলার সাকিব

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বর জায়গাটাকে অনেকটা নিজেরই করে নিয়েছেন সাকিব। এবার বোলার হিসেবেও যেন সবাইকে ছাড়িয়ে যাওয়ার মিশনে ব্যস্ত রয়েছেন সাকিব। ভারতীয় শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ‘স্পোর্টসকেডাতে’ দেয়া এক প্রতিবেদনে তিন ফরমেট মিলিয়ে করা শীর্ষ দশ বোলারের তালিকাতে ৩৪ র‌্যাংকিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন দুই নম্বরে। এক নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ২০০৯ সালে প্রথমবারের মত টেস্ট-ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করেছিলেন সাকিব। সেই থেকেই শুরু। বর্তমান সময়ে টেস্টের বোলিং র‌্যাংকিংয়ে রয়েছেন ১৭ নম্বরে এবং টি-টোয়েন্টিতে ১৫ নম্বরে কিন্তু ওয়ানডেতে বেশ ভালো অবস্থানেই রয়েছেন সাকিব। দুই নম্বরে থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এই বাঁহাতি বোলার। তবে সব মিলিয়ে সাকিবের পারফর্মেন্সের কারণেই তাকে বিশ্বের সকল বোলারদের ভেতর দুই নম্বরে রাখতে বাধ্য হয় পত্রিকাটি। শীর্ষ দশ বোলারঃ১। রবিচন্দ্রন অশ্বিন২। সাকিব আল হাসান৩। রবীন্দ্র জাদেজা৪। ইমরান তাহির৫। মিচেল স্টার্ক৬। রঙ্গনা হেরাথ৭। কাগিসো রাবাদা৮। ডেল স্টেইন৯। ট্রেন্ট বোল্ট১০। স্টিভেন ফিন আরআর/আরআইপি

Advertisement