চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় শামসুল হুদা চৌধুরী নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
আরও পড়ুন
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবনচাঁদপুরে ইলিশ বিক্রির অপরাধে তিনজনকে অর্থদণ্ডতিনি জানান, কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার দায়ে শামসুল হুদা চৌধুরী নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এমডিআইএইচ/এএমএ