দেশজুড়ে

খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের (কিশোর অপরাধী) তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন।

Advertisement

আটকরা হলো, যশোরের কেশবপুরের কাঁঠালতলা গ্রামের সাফিন দফাদারের ছেলে সজল দফাদার, নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া মেইনরোড এলাকার জনি হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার ও বাগমারা ব্যাংকার্স গলির মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন জানান, ভোরে খুলনার বাগমারা এলাকার ব্যাংকার্স গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এসময় তাদের কাছে থাকা একটি ধারলো ছুরি, ডবল সুইচ গিয়ার ছুরি এবং লাল টেপ মোড়ানো একটি রড উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে।

Advertisement

আরিফুর রহমান/আরএইচ/জিকেএস