রাজনীতি

তিব্বতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

চীনের তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

বুধবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনতিব্বতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় ফখরুলের শোক

এতে বলা হয়, ‘চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে প্রবল ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এ দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আমি আশাকরি, চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এ বিরাট ক্ষতি শিগগির কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, ভূমিকম্পে নিহতদের পরিবার-পরিজন ও চীন সরকারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Advertisement

এএএম/এমএএইচ/