২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর ঘিরে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে হতাহত ও নিপীড়িতদের পক্ষে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন।
Advertisement
অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আখতার হোসেন সাংবাদিকদের জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে এলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসনবিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয়, সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।
এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদিরসহ ১৬ জনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন নিহত হয়েছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের পরবর্তীকালে ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার।
Advertisement
আখতার হোসেন বলেন, প্রায় সাত হাজার মানুষকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মতো মামলা করা হয় এবং এর মাধ্যমে সরকার সবাইকে সম্মিলিত উপায়ে শাস্তির ব্যবস্থা করে। তার এসব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছি।
এফএইচ/এমকেআর/এমএস