তথ্যপ্রযুক্তি

বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সংস্কার পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত সাধারণ সভায় বেসিস সংস্কার পরিষদের ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

এতে বেসিস সংস্কার পরিষদের মুখপাত্র ফৌজিয়া নিগার সুলতানাসহ কোর মেম্বাররা উপস্থিত ছিলেন। সভায় সবার সম্মতিক্রমে বাংলা পাজেল লিমিটেডের সিইও নাদিম মজিদকে আহ্বায়ক এবং ওএস আইটি সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুজ্জামান মুনিরকে সদস্য সচিব করা হয়।

বেসিস সংস্কার পরিষদের আহ্বায়ক নাদিম মজিদ বলেন, ‘বেসিস সংস্কার পরিষদের অব্যাহত আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বেসিসের পূর্ববর্তী কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের একটি দাবি পূরণ করা হলেও ফাইনান্সিয়াল অডিট, মেম্বার অডিটসহ বেশ কিছু এজেন্ডা এখনো বাস্তবায়ন হয়নি। বেসিস সংস্কার পরিষদ এসব দাবি পূরণের লক্ষ্যে কাজ করবে।’

আরও পড়ুন২০২৪ সালের সেরা ৮ গ্যাজেটবেসিসে প্রশাসক নিয়োগ

কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মুনির বলেন, ‘সভার সিদ্ধান্ত অনুসারে ক্রমান্বয়ে আমরা সংস্কারের প্রতি মনোভাবাপন্ন সদস্যদের এ পরিষদে অন্তর্ভুক্ত করবো। এ ছাড়া সব সময় মেম্বারদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেসিসের ইসি কমিটিকে সহায়তা করে যাবো।’

Advertisement

উল্লেখ্য, বেসিস বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলোর সংগঠন। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে এ সংগঠনের ২ হাজার ৬শ’র বেশি সদস্য আছেন।

এসইউ/জেআইএম