আইন-আদালত

ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি ২৩ জনের জামিন

টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

আগাম জামিন চেয়ে ২৩ জনের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বুধবার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন দেন।

আদালতে এদিন জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও আইনজীবী শাহীন হাওলাদার। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান শুনানিতে ছিলেন।

আরও পড়ুন ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষ, নিহত ২  ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ২৯ জনের নামে হত্যা মামলা 

জামিন আবেদনকারীদের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় করা মামলায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জন আগাম জামিন পেয়েছেন। তাদের ২৩ জনের জন্য পৃথক দুটি আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত পুলিশের (রিপোর্ট) প্রতিবেদন দাখিল করা পর্যন্ত সময়ের জন্য সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন।

Advertisement

তিনি আরও বলেন, মামলায় জামিন আবেদনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, নেই চাক্ষুষ সাক্ষীও। এমনকি নিহত তথা ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করেননি। এমন যুক্তি তুলে ধরে জামিন আবেদন করা হয়।

আরও পড়ুন ইজতেমা মাঠে হামলা: আরেক সাদপন্থি গ্রেফতার  তাবলিগ জামাত ও জুবায়েরপন্থিদের সমান অধিকার নিশ্চিতসহ ১৩ দাবি 

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর রাতে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। মামলার বাদী আলম হোসেনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামে। বাবার নাম এস এম মোক্তার হোসেন। আলম হোসেন তাবলিগের কিশোরগঞ্জ জেলা শুরার সাথী।

মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ। আসামিরা সাদ অনুসারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন তাবলিগ জামাতের দুই পক্ষের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা  সাদপন্থি আরেক নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার 

মামলার এজাহারে বলা হয়, ওই হামলায় প্রাণ হারান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দু গ্রামের মৃত ওসমান গণির ছেলে আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত শেখ সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) ও বগুড়া সদর উপজেলার ধাওয়াপাড়া গ্রামের ওমর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম।

Advertisement

এফএইচ/এসএইচএস/এএসএম