বিনোদন

প্রবীর মিত্রের সন্তানরা যে কারণে অভিনয়ে আসেননি

বিভিন্ন দেশে দেখা যায় তারকাদের পথ ধরে অভিনয়ে নাম লেখান তাদের সন্তানরাও। ঢাকাই সিনেমাতেও এমনটা দেখা গেছে। অভিনেতা গোলাম মোস্তফা, নায়ক রাজ্জাক, আবুল হায়াত, নায়ক সুব্রত, অভিনেত্রী আনোয়ারাসহ আরও অনেকের সন্তান অভিনয়ে এসেছেন। তারা তুমুল জনপ্রিয়তাও পেয়েছেন।

Advertisement

কিন্তু প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের কোনো সন্তানই অভিনয়ে আসেননি।

একবার এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে প্রবীর মিত্র তার ছেলে-মেয়েরা কেন অভিনয়ে আসেননি সেই কারণ জানিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এর কারণ আমি আসলে কোনোদিন অনুসন্ধান করার চেষ্টাও করিনি। তবে আমার ধারণা ওদের মা তার সন্তানদের অভিনয়ে আসতে বারণ করেছে কিংবা নিরুৎসাহিত করেছে।’

প্রবীর মিত্র আরও জানিয়েছিলেন, তার স্ত্রী অভিনয় অপছন্দ করতেন- এমনটা নয়। বরং এ অভিনেতাকে অভিনয় করার জন্য তিনি সবসময় উৎসাহ দিতেন। তবে একজন মানুষকে অভিনেতা হওয়ার জন্য যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করতে হয় তা তিনি প্রবীর মিত্রের জীবন থেকে প্রত্যক্ষ করেছেন। এমনও সময় গেছে পরিবার থেকে দিনের পর দিন বিচ্ছিন্ন থেকেছেনতিনি। তখন এখনকার মতো মোবাইল ফোন ছিল না। যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিলো না। দেশের দুর্গম অঞ্চলে অভিনয় করেছেন। পরিবারের খোঁজ-খবর জানারও উপায় ছিল না। তাই হয়তো তার স্ত্রী চাইতেন না তার ছেলে-মেয়েরাও এই পেশায় আসুক।

Advertisement

আর তখনকার দিনে অভিনয়কে পেশা হিসেবে নেওয়াও খুব ঝুঁকিপূর্ণ ছিল।

প্রবীর মিত্র সারাজীবন অভিনয়ে ব্যস্ত থাকার কারণে তার স্ত্রী সন্তানদের জন্য আলাদাভাবে খুব একটা সময় দিতে পারেননি। তারপরও তিনি তার সন্তানদের কাছে কাছে বাবা হিসেবে ভীষণ প্রিয় ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সন্তানদের দায়িত্ব পালনে শুধু আমি আমার স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করেছি। মায়ের পাশাপাশি সন্তানদের বাবার পুরো দায়িত্বও পালন করেছে আমার স্ত্রী। তিনি তার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে ২০০০ সালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার সংসারকে তিনি পরম মমতায় আগলে রেখেছিলেন। সে না থাকলে সন্তানদের কাছে বাবা হিসেবে মনে হয় আমি এতটা প্রিয় হতে পারতাম না।’

প্রবীর মিত্রের তিন ছেলে এক মেয়ে। তার ছোট ছেলে আকাশ ৩০ বছর বয়সে ২০১২ সালে মৃত্যুবরণ করেন। অকালে ছেলের মৃত্যুর হারোনেরা বেদনা তিনি এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি।

প্রবীর মিত্র অর্থের লোভে নয়, মনের টানে সারাজীবন অভিনয় করে গেছেন। কি পাবেন কি পাবেন না, তা ভেবে দেখেননি কোনোদিন। হয়তো এসব বিষয়গুলো তার স্ত্রী গভীরভাবে উপলদ্ধি করতেন সন্তানদের ক্যারিয়ার গঠনের বেলায়। তবে প্রবীর মিত্রের পক্ষ থেকে ছেলে-মেয়েদের অভিনয়ের জন্য কোনোরকমের বিধি নিষেধ ছিল না।

Advertisement

অভিনয় ছাড়াও অন্য পেশায় নিজেকে জড়ানোর চেষ্টা করেছিলেন প্রবীর মিত্র। কিন্তু তাতে সফল হতে পারিনি। তিনি মনের করতেন ভাগ্য তাকে এ অঙ্গনে টেনে নিয়ে এসেছেন। এখানেই তাকে খুঁজে নিতে সুখ ও শান্তির ঠিকানা।

আরও পড়ুন:যেভাবে নায়ক হয়েছিলেন প্রবীর মিত্রঢাকা ফার্স্ট ডিভিশনের ক্রিকেটার ছিলেন প্রবীর মিত্র, খেলেছেন হকি

গত রোববার রাতে মারা গেছেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ, অক্সিজেন-স্বল্পতাসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে গত ২২ ডিসেম্বর প্রবীর মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

এমএমএফ/জেআইএম