ধর্ম

পবিত্রতা অর্জনের গুরুত্ব

ইসলামে পবিত্রতা অর্জনের গুরুত্ব অপরিসীম। পবিত্রতা অর্জন ছাড়া আল্লাহ তাআলার ইবাদাত-বন্দেগি করা সম্ভব নয়। বিশেষ করে ইসলামের গুরুত্বপূর্ণ ও প্রধান শারীরিক ইবাদাত নামাজ, আর্থিক ও শারীরিক ইবাদাত হজ ও ওমরা সম্পন্ন করা সম্ভব নয়। হাদিসের ভাষায় শ্রেষ্ঠ ইবাদাত ‘কুরআন তিলাওয়াত’ও সম্ভব নয়। সংক্ষেপে পবিত্রতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হলো-আরবি ত্বাহারাত অর্থ হলো পবিত্রতা। শরীরের বিশেষ অঙ্গসমূহকে কুরআন ও হাদিসের নির্দেশিত পদ্ধতিতে ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। অর্থাৎ শরীর থেকে নাপাকি ও হদস দূর করাকে ত্বাহারাত বা পবিত্রতা বলা হয়। >> আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা অপবিত্র হয়ে যাও তবে বিশেষভাবে পবিত্র হয়ে যাও। (সুরা মায়িদা : আয়াত ৬) এখানে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জনকে বুঝানো হয়েছে। যা স্বামী-স্ত্রীর মিলন, স্বপ্নদোষ, নারীদের ঋতুস্রাব ও সন্তান জন্মদানের ইদ্দত পালনের পর গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা আবশ্যক হয়ে পড়ে। এ সকল অবস্থায় গোসল ব্যতিত নামাজ এমনকি মুখস্ত কুরআন তিলাওয়াত করা এবং কুরআন ধরাও যাবে না।>> ইবাদাত-বন্দেগির জন্য শুধুমাত্র ব্যক্তি নিজে পবিত্রতা অর্জন করলেই হবে না বরং পরিধেয় বস্ত্র ও পোষাক পবিত্র হতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা পোষাক-পরিচ্ছদ পবিত্র রাখ। (সুরা মাদদাসসির : আয়াত ৪)>> নামাজের জন্য পেশাব-পায়খানার পর নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ হতে ময়লা দূর করাসহ অজু ভঙ্গের যে কারণগুলো রয়েছে, তা থেকে পবিত্রতা অর্জন করাও আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো, তখন তোমাদের সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করো, উভয়হাত কনুইসহ ধৌত করা; মাথা মাসেহ করা; উভয় পা টাখনুসহ ধৌত করা।’ (সুরা মায়েদা : আয়াত ৬)>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যারা ঘুম থেকে ওঠবে, তারা তিনবার হাত ধৌত না করা পর্যন্ত পানির পাত্রে হাত প্রবেশ করাবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলেছেন। হাদিসে এসেছে, ‘পবিত্রতা ঈমানের অর্ধাংশ।’ (মুসলিম, মিশকাত)পরিশেষে…কুরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতের মাধ্যমে পবিত্রতা অর্জনের গুরুত্ব তুলে ধরতে চাই, আল্লাহ তাআলা বলেন- ‘নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। (সুরা বাক্বারা : আয়াত ২২২) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর প্রিয় হওয়ার জন্য সব সময় পবিত্র থাকার তাওফিক দান করুন। পবিত্রতা অর্জনের গুরুত্ব মানুষের কাছে পৌছে দেয়ার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement